News update
  • Hilsa Becomes Luxury as Prices Soar Amid Fishing Ban     |     
  • COP30 under difficult conditions     |     
  • Political parties who signed 'Historic July Charter'     |     
  • যা আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়       |     
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     

মুক্তির কয়েক ঘণ্টা পর ইরানে নারী সক্রিয়বাদী আবার গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2023-03-18, 8:42am

01000000-0aff-0242-73ba-08db2677128c_w408_r1_s-829862b3a1f20d4f80da215246c29ea21679107337.jpg




ইরানের অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক সেপিদেহ ঘোলিয়ান মুক্তির পর তেহরানের এভিন কারাগারের দেয়ালের বাইরে ফুলের তোড়া নিয়ে হাঁটছেন। ছবিটি ১৫ মার্চ ইরানের বাইরে পোস্ট করা ইউজিসির একটি ভিডিও থেকে নেয়া। 

ইরানের অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক সেপিদেহ ঘোলিয়ান মুক্তির পর তেহরানের এভিন কারাগারের দেয়ালের বাইরে ফুলের তোড়া নিয়ে হাঁটছেন। ছবিটি ১৫ মার্চ ইরানের বাইরে পোস্ট করা ইউজিসির একটি ভিডিও থেকে নেয়া।

ইরানের নিরাপত্তা বাহিনী প্রখ্যাত নারী সক্রিয়বাদী ও সাংবাদিক সেপিদেহ ঘোলিয়ানকে মুক্তির কয়েক ঘন্টা পর আবারও গ্রেফতার করেছে। সক্রিয়বাদীরা বৃহস্পতিবার জানিয়েছে, কারাগার থেকে বেরিয়ে আসার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সেপিদেহ ঘোলিয়ান স্লোগান দিয়েছিলেন।

২৮ বছর বয়সী ঘোলিয়ান ২০১৮ সালে হরতাল আন্দোলনে রিপোর্ট করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চার বছরেরও বেশি সময় তিনি কারাভোগ করেন। বুধবার তিনি তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (হিউম্যান রাইটস এক্টিভিষ্টস নিউজ এজেন্সি) জানিয়েছে, বুধবার দিন শেষে যখন তিনি তেহরান থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের দেজফুলে তাদের বাড়ির পথে রওনা হয়েছিলেন তখন পথে ঘোলিয়ানকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

সংস্থাটি জানিয়েছে যে তাকে কোথায় রাখা হয়েছে বা তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয় নি।

এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তার সামাজিক মধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিওতে খামেনির বিরুদ্ধে স্লোগান দিয়ে তা শেয়ার করেছিলেন।

তিনি দু'বার চিৎকার করে বলেন, "খামেনি অত্যাচারী, আমরা তোমার পতন ঘটাব!”

ইসলামি প্রজাতন্ত্রের নারীদের জন্য কঠোর পোশাক আইন অমান্য করে তিনি হিজাব পরেননি এবং ভিডিওতে তিনি অন্যান্য সক্রিয়বাদী রাজনৈতিক বন্দী নারীদের মুক্তির আহ্বান জানিয়েছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।