News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     

যৌন হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে গেলেন ভারতের মহিলা কুস্তিগিররা

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2023-04-25, 8:02am

01000000-0aff-0242-f013-08db44f2ddca_w408_r1_s-5009b236ed9e5ef24eb0243f457e54bf1682388139.jpg




ভারতের মহিলা কুস্তিগিররা দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন সোমবার ২৪ এপ্রিল। কুস্তিগিররা সবাই দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছেন। ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও এফআইআর নেওয়া হয়নি। সেটিও এই বিদ্রোহের অন্যতম কারণ।

শুধু তাই নয়, দেশের শীর্ষ স্থানীয় কুস্তিগীর বজরং পুনিয়া ও ভিনেশ ফোগতরা এও জানিয়েছেন, একান্তই যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কোনও ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তাঁরা ধর্না চালিয়ে যাবেন। বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

গত শুক্রবারই দিল্লির কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেন সাত মহিলা কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন এক নাবালিকাও। সেই চিঠির প্রতিলিপি জমা করেছেন জাতীয় মহিলা কমিশনের কাছেও।

এমনকী দাবি করা হয়েছে, যৌন নির্যাতনের রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য। কারণ বলা হয়েছে, কোনও কুস্তিগির দিনের পর দিন ব্রিজভূষণের লালসার শিকার হবেন, এটা হতে পারে না। তিনি কাউকে ছাড়েননি, সবাই প্রায় তাঁর যৌন নির্যাতনের শিকার। ওই কর্তা আবার বলেছেন, তাঁর নামে আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি আত্মহননের পথ বেছে নেবেন।

তবে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের বিদ্রোহ বেশ সাড়া ফেলে দিয়েছে। কেননা কুস্তিগিরদের একাংশ চাইছেন, সব দলগুলি তাঁদের বিদ্রোহে শামিল হোন। এই নিয়ে তদন্ত প্রক্রিয়ায় কেন এত গড়িমসিতেও ক্ষুব্ধ তাঁরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।