ভারতের প্রথম মেট্রোরেল চালু হয়েছিল পশ্চিমঙ্গ রাজ্যের কলকাতায়। কিছু দিন আগেই সেখানে গঙ্গা নদীর তলা দিয়ে হাওড়া ময়দান থেকে শহরের কেন্দ্রস্থল এসপ্ল্যানেড স্টপেজ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আর তার হাত ধরেই নদীর তলা দিয়ে যাওয়া দেশের প্রথম মেট্রো প্রকল্পের সূচনা হল কলকাতায়।
এবার ভারতের প্রথম ‘ওয়াটার মেট্রো’ পেতে চলেছে ভারতের দক্ষিণের রাজ্য কেরল। কোচিতে মঙ্গলবার ২৫ এপ্রিল দেশের প্রথম ভাসমান মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, বন্দর-শহর কোচির আশেপাশে অন্তত ১০টি ছোট-বড় দ্বীপকে সংযুক্ত করবে এই ওয়াটার মেট্রো। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই মেট্রো প্রথম যাত্রা শুরু করবে ৮টি বৈদ্যুতিক হাইব্রিড নৌকা নিয়ে। এই প্রকল্পটির ফান্ডিং করেছে জার্মান সংস্থা কেএফডব্লিউ এবং কেরল সরকার। পুরো প্রকল্পের জন্য খরচ হচ্ছে ১ হাজার ১৩৭ কোটি টাকা।
সমগ্র মেট্রো প্রকল্পটিতে চলবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা এবং মোট ৩৮টি টার্মিনাল থাকবে। প্রথম ধাপে কোচি ওয়াটার মেট্রো সার্ভিস শুরু হবে হাইকোর্ট থেকে ভাইপিন টার্মিনাল, এবং ভাইত্তিলা থেকে কাক্কানাদ টার্মিনাল পর্যন্ত দু’টি রুটে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জলপথে যাত্রী পরিবহণের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে কোচি ওয়াটার মেট্রো। এতে নিত্যযাত্রীদের সুবিধা তো হবে বটেই, পাশাপাশি পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই প্রকল্প।
বিদ্যুৎচালিত হওয়ার কারণে এই প্রকল্প পরিবেশ বান্ধব বলে দাবি করেছে কেরল সরকার। মেট্রোর কোচগুলি শীতাতপ নিয়ন্ত্রিত, এবং তাতে বড় বড় জানলা থাকবে, যেখান দিয়ে ব্যাকওয়াটারের মনোরম দৃশ্য চাক্ষুষ করতে করতেই সফর করতে পারবেন যাত্রীরা।
মুখ্যমন্ত্রী বিজয়নের দাবি, মাত্র ২০ মিনিটেরও কম সময়ে হাইকোর্ট টার্মিনাল থেকে ভাইপিন টার্মিনালে পৌঁছে যাওয়া যাবে। ভাইত্তিলা থেকে কাক্কানাদ যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। জলপথে মেট্রো যাত্রার জন্য টিকিটের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ২০ টাকা। যাত্রীদের জন্য সাপ্তাহিক এবং মাসিক টিকিটেরও ব্যবস্থা আছে।
‘কোচি ওয়ান কার্ড’ ব্যবহার করে একই সঙ্গে কোচি মেট্রো রেল এবং কোচি ওয়াটার মেট্রোয় চড়া যাবে বলে জানিয়েছে কেরল সরকার। ‘কোচি ওয়ান অ্যাপ’ দিয়ে অনলাইনেই টিকিট বুক করা যাবে। প্রতিবন্ধী মানুষরাও এই মেট্রোতে নির্বিঘ্নে সফর করতে পারবেন বলে জানানো হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।