News update
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     

চার্লসকে ঐতিহাসিক এক অনুষ্ঠানে ব্রিটেনের নতুন রাজা ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2022-09-10, 7:16pm




সেন্ট জেমসেস প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে।

চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর পরই তিনি রাজা হিসেবে দায়িত্ব পেয়ে যান, তবে শনিবার সকালে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়।

ঐতিহাসিক এই অনুষ্ঠানটি প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

তার সিংহাসনে আরোহণ সংক্রান্ত এক পরিষদ, যা অ্যাকসেশন কাউন্সিল হিসেবে পরিচিত, সেখানে রাজা তৃতীয় চার্লস সদ্য প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে রানির অন্ত্যেষ্টিক্রিয়া কবে হবে তা এখনও জানা যায়নি।

সিংহাসনে আরোহণের এই অনুষ্ঠানের শুরুতে রাজা নিজে উপস্থিত ছিলেন না। কিন্তু তিনি পরে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে যোগদান করেন।

এসময় তিনি প্রিভি কাউন্সিলের সঙ্গে তার প্রথম বৈঠকটি করেন। শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা এই প্রিভি কাউন্সিলের সদস্য যারা রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

প্রিভি কাউন্সিলের কর্মকর্তা রিচার্ড টিলব্রুক চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করে বলেন, "রাজা, কমনওয়েলথের প্রধান, ধর্মবিশ্বাসের রক্ষক," এবং তার পরেই তিনি বলেন, "গড সেভ দ্য কিং।"

তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করার সময় প্যালেসের কক্ষটি জনাকীর্ণ ছিল।

এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিচারক এবং কর্মকর্তারাও যোগদান করেন।

এসময় রাজা তৃতীয় চার্লস বলেন, তার মায়ের মৃত্যুর খবরটি ঘোষণার "অত্যন্ত দুঃখজনক দায়িত্বটি" তার ওপর পড়েছে।

তিনি বলেন, "আমি জানি আপনারা, পুরো জাতি, এবং আমি বলবো পুরো বিশ্ব আমাদের এরকম এক অপূরণীয় ক্ষতিতে কতোটা গভীরভাবে সহানুভূতি প্রকাশ করছে।"

এসময় তিনি রানির উদাহরণ অনুসরণ করে যাওয়ার অঙ্গীকার করেন।

প্রিভি কাউন্সিলের প্রায় দু'শ সদস্য এই অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, টেরেসা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার এবং জন মেজর।

চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করার আগে প্যালেসে ট্রাম্পেট বাজানো হয় এবং ঘোষণার সাথে সাথে হাইড পার্ক এবং টাওয়ার অব লন্ডনে তোপধ্বনি করা হয়।

চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করার পর সেন্ট জেমসেস প্যালেসের বাইরে সমবেত কয়েক হাজার জনতা করতালি ও হর্ষ-ধ্বনি সহযোগে "গড সেভ দ্য কিং" এই জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন।

এবারই প্রথম সিংহাসনে আরোহণ সংক্রান্ত পরিষদের সভায় টেলিভিশনের ক্যামেরা ঢুকতে দেওয়া হয় এবং রাজা তৃতীয় চার্লস নিজেই এই সিদ্ধান্ত নেন।

এর ফলে সারা দেশের জনগণ টেলিভিশনের পর্দায় এই পরিষদের কার্যক্রম সরাসরি দেখতে পায়।

বিবিসির রাজ-পরিবার বিষয়ক সংবাদদাতা সিন কফলান বলছেন, নতুন রাজা তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানান, আবার একই সময়ে তাকে তার নিজের শাসনকালও শুরু করতে হয়েছে।

অ্যাকসেশন কাউন্সিলের সামনে রাজা চার্লস ঘোষণা করেন যে একজন রাজা হিসেবে তিন তার বাকি জীবন উৎসর্গ করে যাবেন।

রাজা তৃতীয় চার্লস এখন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান যার শপথ-গ্রহণ ও স্বাক্ষর-দানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

তিনি যে কালি দিয়ে সই করেছেন তার দোয়াতটি তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি তার হাতে তুলে দেন। তথ্য সূত্র বিবিসি বাংলা।