News update
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     

চীনে জাপানের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করতে হবে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

ওয়াং হাইমান ঊর্মি মিডিয়া 2022-09-18, 2:24pm

wfghghnjkhj-8a394be64665b5618bf639acd5775df01663489490.jpg




চীনে ফেলে যাওয়া নিজের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র দ্রুত ধ্বংস করে চীনা জনগণকে বিশুদ্ধ ভূমি ফিরিয়ে দিতে জাপানি সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বেইজিং।


চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান।


তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার মহাপরিচালক ও কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদল ভিডিও-লিঙ্কের মাধ্যমে চীনে ফেলে যাওয়া পরিত্যক্ত জাপানি রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে বেইজিং ও টোকিওর সঙ্গে মতবিনিয়ম করে। ভিডিও-সম্মেলনটি সফল হয়েছে।


এখন প্রয়োজন জাপানের এসব পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা এবং ‘রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব’ গড়ে তোলার জন্য বাস্তব প্রচেষ্টা চালানো। 


মাও নিং জোর দিয়ে বলেন, জাপানের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে চীন ও আন্তর্জাতিক সমাজের কাছে জাপান প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। জাপান এ ব্যাপারে চীনা উদ্বেগ আমলে নেবে এবং দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে বেইজিং আশা করে।


(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)