News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

বিগত ২০ বছরে প্রায় ১,৭০০ সাংবাদিক নিহত হয়েছেনঃ রিপোর্টার্স উইদাউট বর্ডারস

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2023-01-02, 7:28am

03370000-0aff-0242-4678-08dad9f7e961_cx0_cy10_cw0_w408_r1_s-1e6530d9a4be3ddba284f997ba49e7fd1672622929.jpg




বিগত ২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ১,৭০০ সংবাদকর্মী নিহত হয়েছেন, যা কিনা প্রতিবছর গড়ে প্রায় ৮০ জন। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রকাশিত এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

প্যারিস ভিত্তিক এই গণমাধ্যম অধিকার সংস্থাটি জানায় যে, ২০০৩ থেকে ২০২২ এর মধ্যকার দুইদশক “তথ্য প্রদানের অধিকারের সেবায় নিয়োজিতদের জন্য বিশেষভাবে মারাত্মক ছিল”।

আরএসএফ জানায় যে ইরাক ও সিরিয়া সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল, যেই দেশগুলোতে “বিগত ২০ বছরে মোট ৫৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, বা বিশ্বের মোট সংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি”।

এরপরেই রয়েছে মেক্সিকো (১২৫ জন), ফিলিপাইন (১০৭ জন), পাকিস্তান (৯৩ জন), আফগানিস্তান (৮১ জন) এবং সোমালিয়া (৭৮ জন)।

২০১২ এবং ২০১৩ সাল সবচেয়ে “অন্ধকার বছর” ছিল, “মূলত সিরিয়ায় যুদ্ধের কারণে”। ২০১২ সালে ১৪৪টি হত্যাকাণ্ড হয় এবং তার পরের বছর ১৪২টি হত্যাকাণ্ড হয়। প্রতিবেদনটিতে এসব তথ্য জানানো হয়।

এই অবস্থার পর “তা ক্রমান্বয়ে নেমে আসে এবং অতঃপর ২০১৯ সালের পর থেকে তা ঐতিহাসিক মাত্রায় নেমে আসে।”

তবে, ২০২২ সালে তা আবার বৃদ্ধি পায়, যার মূল কারণ ইউক্রেনে যুদ্ধ। এবছর এখন পর্যন্ত ৫৮ জন সাংবাদিক নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, যেই সংখ্যাটি ২০২১ সালে ছিল ৫১ জন।

ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ আরম্ভ করার পর থেকে ইউক্রেনে আটজন সাংবাদিক নিহত হয়েছেন। এটিকে তার আগের ১৯ বছরে সেখানে নিহত ১২ জন গণমাধ্যমকর্মীর সংখ্যাটির সাথে তুলনা করা যায়।

বর্তমানে ইউরোপে রাশিয়ার পরেই ইউক্রেন গণমাধ্যমের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। রাশিয়ায় বিগত ২০ বছরে ২৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।