চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির গ্রামীণ কর্মকাণ্ড সম্মেলন গত ১৯ ও ২০ ডিসেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নতুন সময়পর্বে, চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে, সার্বিকভাবে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেস ও কুড়িতম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়ন করতে প্রেসিডেন্ট সি নির্দেশ দেন।
সম্মেলনে ‘কৃষি, গ্রাম ও কৃষক’ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রেসিডেন্ট সি। তিনি বলেন, ২০২৩ সালে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের মতো একাধিক প্রতিকূল প্রভাব কাটিয়েছে চীন, খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে, কৃষকদের আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং গ্রামীণ সমাজ স্থিতিশীল হয়েছে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে এগিয়ে নিতে, আমাদেরকে অবশ্যই কৃষির ভিত্তিকে সুসংহত করতে ও গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য কাজ করে যেতে হবে।
তিনি বলেন, আমাদের অবশ্যই একটি নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারার চেতনা অনুসরণ করতে হবে, কুড়িতম জাতীয় কংগ্রেস ও কুড়িতম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, সকল স্তরের পার্টি কমিটিগুলকো ও স্থানীয় সরকারগুলোকে অবশ্যই ‘কৃষি, গ্রাম ও কৃষক’ বিষয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও ব্যবস্থা অটলভাবে বাস্তবায়ন করতে হবে, কৃষি ও গ্রামীণ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, এবং সমন্বিত উন্নয়নের নীতি অনুসরণ করতে হবে।
(ওয়াং হাইমান ঊর্মি,
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)