News update
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     

বেঙ্গালুরুতে সাইনবোর্ডের দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি

গ্রীণওয়াচ ডেক্স মিডিয়া 2023-12-29, 9:43am

huhaufiaf-7d2200b7ef38fb17859a94e6736fd5ad1703821416.jpg




ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে আচমকাই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বুধবার, ২৭ ডিসেম্বর। একদল ক্ষিপ্ত জনতা একাধিক দোকান, শপিং মল এবং সরকারি, বেসরকারি অফিসে হামলা, ভাঙচুর চালিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, কর্ণাটক রক্ষা বেদিকা নামে একটি সংগঠন শহরে দোকান, অফিসে কন্নড় ভাষায় সাইনবোর্ড চেয়ে পথে নামে। তাদের বক্তব্য, কন্নড় কর্ণাটকের সরকারি ভাষা। শহরের অধিকাংশ বাসিন্দা কন্নড়ভাষী। অথচ অধিকাংশ সাইনবোর্ড ইংরিজি অথবা হিন্দিতে লেখা।

ভাষা নিয়ে এই আন্দোলন শুরু করেছে কর্ণাটক রক্ষা বেদিকা নামে একটি সংগঠন। বুধবার ভারতীয় সময় সকালে তারা বেঙ্গালুরুর কয়েকটি জনবহুল অঞ্চল গান্ধী রোড, লাভেলি রোড, ব্রিগেড রোড, ইউবি সিটি এলাকা থেকে মিছিল বের করে।

শান্তিপূর্ণ মিছিল হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে। মিছিলকারীরা আশপাশের দোকান, অফিসে হামলা করে যেগুলিতে কন্নড় ভাষায় সাইনবোর্ড নেই। পুলিশ আন্দোলনকারীদের কয়েক জনকে গ্রেফতার করে।

আন্দোলনকারীদের পক্ষে টি এন নারায়ণন বলেন, "আমরা অনেক দিন ধরেই সরকারকে বলছি, খোদ কর্ণাটকের কন্নড় ভাষা হারিয়ে যাচ্ছে।" তার আরও বক্তব্য, "আমরা অন্য ভাষার বিরোধিতা করছি না। বলছি, কন্নড় ভাষাকেও গুরুত্ব দিতে হবে।"

তাদের দাবি, অবিলম্বে বেঙ্গালুরুতে অন্তত ৬০ শতাংশ সাইনবোর্ডে কন্নড় ভাষায় লেখা চালু করছে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।