News update
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     
  • Remittance Surpasses $10b in Four Months of FY 2025-26     |     
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     

ফ্রান্সের বিক্ষোভকারী কৃষকেরা ছাড়ের দাবিতে ট্রাক্টর দিয়ে প্যারিস ঘেরাও করেছে

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2024-01-30, 9:32am

01000000-c0a8-0242-144e-08dc20f3fc2d_cx0_cy4_cw0_w408_r1_s-456aa15c5bb525f0cb3f6662c91428311706585522.jpg




নিয়মকানুন ও আয় সংকুচিত হওয়া নিয়ে আলোচনায় সরকারের সাথে অচলাবস্থার মধ্যে সোমবার ফ্রান্সের কৃষকরা ট্রাক্টর দিয়ে প্যারিস ঘিরে ফেলে।

বিক্ষোভকারীরা বলছেন, চলমান ইউক্রেন যুদ্ধের কারণে গবাদি পশুর খাদ্য ও ফসল উৎপাদনের জন্য সারের দাম ও অন্যান্য উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে। তারা আরও যুক্তি দেন, তাদের কৃষি খাত ব্যাপকভাবে ভর্তুকিযুক্ত এবং অত্যাধিক নিয়ন্ত্রিত। তারা বলেন, কম সীমাবদ্ধতাযুক্ত দেশগুলো থেকে খাদ্য আমদানির ফলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফরাসি সরকার ঘোষণা করেছে, তারা রাজধানীতে বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধ করতে ১৫ হাজার পুলিশ মোতায়েন করবে এবং প্যারিসের তাজা খাবারের অন্যতম কেন্দ্রীয় স্থান রুঙ্গিস বাজারে অফিসার ও সাঁজোয়া যান পাঠিয়েছে।

বিক্ষোভকারীদের ভাষায় “অবরোধে” তারা ডিজনিল্যান্ড থিম পার্কের নিকটবর্তী জোসিগনিতে এ ফোর হাইওয়ের ছয়টি লেন অবরুদ্ধ করেছে। তারা গমের শীষের আকারে তাদের ট্রাক্টরগুলো পার্ক করেছে। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল 'কৃষক ছাড়া খাবার পাওয়া যাবে না' বা 'আমাদের শেষ মানে তোমাদের জন্য দুর্ভিক্ষ' ।

প্যারিসের দক্ষিণে এ সিক্স মহাসড়কটিও বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রেখেছিল। সেখানে ফর্কলিফট ব্যবহার করে খড়ের গাঁট ফেলে রাখা হয়েছিল। বিএফএম-টিভিতে এমনটা দেখা গেছে।

ফরাসী সরকার ছাড় না দিলে বিক্ষোভকারীরা ব্যারিকেডে থাকার প্রস্তুতি হিসেবে খাবার, জল এবং তাঁবু নিয়ে এসেছে।

এফএনএসইএ কৃষি ইউনিয়নের সভাপতি আরনাউড রুশো এই বিক্ষোভের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, "আমাদের লক্ষ্য হলো সংকট থেকে দ্রুত উত্তরণের জন্য সরকারের ওপর চাপ দেওয়া," "ফরাসি জনগণের জীবনকে বিরক্ত করা বা ধ্বংস করা" নয়।

এক মাসেরও কম সময় আগে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালকে নিয়োগ দেওয়ার পর থেকে যে কয়টি বিক্ষোভ হয়েছে এটি তার একটি। বিক্ষোভকারীরা বলেছেন, আত্তালের সাম্প্রতিক কৃষিপন্থী নীতিগুলো ফ্রান্সে খাদ্য উৎপাদন সহজতর এবং আরও ন্যায্য হওয়া সংক্রান্ত তাদের দাবি পূরণ করেনি । তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।