গাঁজার বিনোদনমূলক ব্যবহার ও এর চাষ বৈধ করে গত ফেব্রুয়ারিতে একটি বিল পাস হয় জার্মানির মন্ত্রিসভায়। এরপর গত ১ এপ্রিল থেকে বিভিন্ন স্থানে প্রকাশ্যে ধূমপানের মতো গাঁজা সেবনের অনুমতি দেয় জার্মানি। এই নতুন আইন পাসের পর জার্মানির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে।
জার্মানির সরকারি সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, গত শনিবার জার্মানির রাজধানীর ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটে প্রায় চার হাজার মানুষ জড়ো হয়ে ‘গাজা বৈধতা উৎসব’ উদযাপন করেছে।
ওই দিন শত শত জার্মান ‘সবাই অ্যালকোহল পছন্দ করে না’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ উৎসবে যোগ দিয়েছিলেন। একই সময়ে তারা প্রকাশ্যে গাঁজাও সেবন করেছেন। আনন্দ উৎসবে কনসার্টের আয়োজন ছিল। শিল্পীদের গানের সঙ্গে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেছেন জার্মানরা।
প্রকাশ্যে গাঁজা সেবন বৈধ করা হলেও জার্মানির জাতীয় রেলওয়ে সংস্থা ডয়চে বান (ডিবি) বলেছে, দেশের বিভিন্ন রেল স্টেশনে হাশিশ ও গাঁজা সেবন করা যাবে না। রেলওয়ের সমস্ত যাত্রী, বিশেষ করে শিশু ও তরুণদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
নতুন পাস হওয়া আইন বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক জার্মান ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা নিজের কাছে রাখতে পারবেন এবং একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি গাঁজার গাছ রোপন করতে পারবেন। এ ছাড়া অলাভজনক ‘ক্যানাবিস ক্লাব’ বা গাঁজা ক্লাবের অংশ হিসেবে গাঁজা সংগ্রহ করা যাবে।
আইনে আরও বলা হয়েছে, প্রকাশ্যে গাঁজা সেবন বৈধ করা হলেও স্কুল ও খেলার মাঠের মতো জায়গায় গাঁজা সেবন আগের মতোই অবৈধ থাকবে। ডয়চে ভেলে