News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

সৌদিতে গ্রীষ্মজুড়ে ৯০ দিনের বিনোদন ও সংস্কৃতির উৎসব

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-07-14, 7:47am

90_din_thaam-eba2c0af2f3a86f75daf43a94df417d51752457635.jpg




সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে বিশেষ গ্রীষ্মকালীন উৎসব ‘জেদ্দা সিজন’। যার মূল প্রতিপাদ্য ‘ভিন্ন জেদ্দা’। গত শুক্রবার (১১ জুলাই) রাতে জেদ্দা আর্ট প্রমেনাডে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। এই উৎসব ৯০ দিনেরও বেশি সময় ধরে চলবে। যা জেদ্দাকে বিনোদন, সংস্কৃতি ও পর্যটনের এক দারুণ কেন্দ্রে পরিণত করবে। খবর আরব নিউজের।

এই উৎসবে জেদ্দার বিখ্যাত স্থান ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নানা ধরনের মজার আয়োজন থাকছে। উদ্বোধনী রাতে ড্রোন শো, বিভিন্ন শিল্পীদের পরিবেশনা আর মজার মজার চরিত্রদের নিয়ে আকর্ষণীয় মুহূর্ত তৈরি করা হয়, যা পরিবার ও দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরো গ্রীষ্মজুড়ে এখানে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অভিজ্ঞতা, বিনোদনমূলক শো, ওয়াটার গেইম, লাইভ গান, কেনাকাটার সুযোগসহ আরও অনেক আকর্ষণীয় রাইড। এর ফলে জেদ্দার বাসিন্দা ও পর্যটকরা দারুণ সময় কাটাতে পারবেন।

এই আয়োজনটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ অর্জনে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এর লক্ষ্য হলো— বিনোদনের নতুন নতুন সুযোগ তৈরি করা এবং নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জীবনযাত্রার মান উন্নত করা।

উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে— জেদ্দা শপিং ফেস্টিভ্যাল। এখানে ঐতিহ্যবাহী ও আধুনিক বাজার এক হয়ে যাবে। পাশাপাশি শপিং মল, হোটেল, এয়ারলাইনস, গাড়ি ভাড়া ও রেস্তোরাঁগুলোতে থাকবে বিশেষ ছাড় ও অফার।

পারফিউম প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি দেখানো হবে। পাশাপাশি থাকবে নতুন পারফিউমের উদ্বোধন। এতে অংশ নেবেন বিশেষজ্ঞ ও তারকারা। বদ্ধ ও শীতাতপ নিয়ন্ত্রিত ফরেস্ট ওয়ান্ডারস এলাকা ৩০ আগস্ট পর্যন্ত ইন্টারেক্টিভ অভিজ্ঞতা দেবে, যার মধ্যে রয়েছে— সরাসরি প্রাণী দর্শন, নাট্য ও ভ্রাম্যমাণ পরিবেশনা এবং জঙ্গল-থিমযুক্ত রেস্তোরাঁ। যারা শিল্প ভালোবাসেন, তারা আরব ও উপসাগরীয় তারকাদের অংশগ্রহণে কনসার্ট এবং বিভিন্ন শিল্পকলা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

গ্রীষ্মের প্রচণ্ড গরম এড়াতে এই উৎসবের অনুষ্ঠানগুলো মধ্যরাতের পরেও খোলা থাকবে। আশা করা হচ্ছে, এই বছরের শেষের দিকে সাংস্কৃতিক, শৈল্পিক এবং পর্যটন ক্ষেত্রে আরও অনেক নতুন ইভেন্টের ঘোষণা আসবে।