Hilsa on whole sale at Kalapara, Patuakhali
পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এক ট্রলারে ৩৫ মণ ইলিশ ধরা পড়েছে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের ট্রলার মালিক শাখাওয়াত হোসেনের এফবি মায়ের দোয়া ট্রলারে গত ৭ দিনে ইলিশগুলো ধরা পড়ে। আজ বুধবার সকাল ১১ টার দিকে মৎস্য বন্দর আলীপুর ঘাটে ফিরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেন ট্রলার মালিক।
ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, ৭ দিন আগে ১৮ জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে যায় তার ট্রলারটি। আজ (বুধবার) ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এরমধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছেন সাঁতাশ মণ। এছাড়াও বিভিন্ন প্রজাতির কিছু ছোট মাছ পেয়েছেন। মাছগুলো ১০ লাখ টাকা বিক্রি হয়েছে।
ট্রলারের মাঝি এমাদুল মিয়া বলেন, ৩৫ মণ মাছ বড় বা মাঝারি সাইজের হলে অন্তত ২০ লাখ টাকা বিক্রি হতো। মাছের সাইজ ছোট থাকায় ১০ লাখ টাকা হয়েছে। তারপরও বেশি মাছ ধরা পড়ায় ট্রলারের জেলেরাও সবাই খুশি।
তবে অধিকাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে জানিয়েছেন মৎস্যবন্দর আলীপুরের মৎস্য ব্যবসায়ী রাজা মোল্লা। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। অনেক জেলে মারাও গেছেন। এখনো বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। এরপর আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে সাগরে যান। তবে সেভাবে আশানুরূপ ইলিশ পাচ্ছেন না জেলেরা। - গোফরান পলাশ