News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করলেন এমপি মহিব

মৎস 2022-10-26, 11:25pm

kalapara-mp-distribues-nets-to-fishermen-f8ed6e8f4d430514433a1ae5c5a868bd1666805125.jpg

Kalapara MP distributes nets to fishermen.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী পাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান মহিব। 

আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে লালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৫৭৭ জন জেলেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাথাপিছু ২৫ কেজি চাল বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক খান, সম্পাদক ফোরকান প্যাদা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, এমপির ব্যক্তিগত সহকারি মোঃ তরিকুল ইসলাম মৃধা সহ দলীয় নেতা-কর্মীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের এ নিষেধাজ্ঞা কালীন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলায় ১৮৩০৫ জন জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ করে অধিদপ্তর।

উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে গত সাত অক্টোবর থেকে ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করে সরকার। - গোফরান পলাশ