News update
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

মৎস 2024-04-09, 3:06pm

bumper-catch-of-hilsa-at-the-bay-of-bengal-293a8ee428d38f484b241d221df8a7e41712653595.jpg

Bumper catch of hilsa at the Bay of Bengal.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। গত ১০ দিনে মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর সহ উপকূলের মৎস্য আড়তগুলোতে বিক্রি হয়েছে প্রায় ৪৭৫ মেট্রিকটন ইলিশ। কাংখিত ইলিশ ধরা পড়ায় খুশি জেলে সহ মৎস্য সংশ্লিষ্ট সবাই। তবে পহেলা বৈখাশ উপলক্ষে ইলিশের দাম অনেকটা চড়া। 

মৎস্য বন্দর সূত্রে জানা যায়, মৎস্য বন্দরে মঙ্গলবার (৯ এপ্রিল) ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫ শ‘ থেকে ১৬ শ‘ টাকা কেজি দরে, ৮০০ গ্রামের ইলিশ ১২শ‘ থেকে ১৩শ‘ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ৮শ‘ থেকে ৯শ‘ টাকা ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫শ‘ থেকে ৬শ‘ টাকা কেজি দরে। দাম অনেক বেড়ে যাওয়ায় হতাশ স্থানীয় ক্রেতারা। তবে ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, ঈদের আগে সমুদ্রে জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় খুশী জেলেরা। ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কেনার দুশ্চিন্তা কমেছে তাদের। - গোফরান পলাশ