News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

অর্ধ কোটি টাকার নিষিদ্ধ হাঙ্গর, শাপলাপাতা ও পিতম্বরী মাছ সহ ট্রলার জব্দ

মৎস 2024-04-26, 10:19pm

coast-guard-siezed-a-catch-of-banned-sharks-and-other-fishes-in-kuakata-on-friday-f8da9d15381e68fd8073d8b3d0d3e3751714148382.jpg

Coast Guard siezed a catch of banned sharks and other fishes in Kuakata on Friday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নিজামপুরে কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ হাঙ্গর, শাপলা পাতা পীতাম্বরী মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার  রাতে  গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন এর নেতৃত্বে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন শিববাড়িয়া নদীর জননী বরফকল ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে  এমভি মা জননি- নামের একটি কাঠের ট্রলিং বোট  আটক  করা আটকৃত  ট্রলিং বোট থেকে নিষিদ্ধ হাজার কেজি শাপলাপাতা মাছ, ৪০কেজি হাঙ্গর   শত কেজি পিতম্বরী মাছ  জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড। 

পরে  কলাপাড়া উপজেলার মৎস্য প্রতিনিধি মোঃ মোহসিন রেজা মহিপুরের রেঞ্জ অফিসার আবুল কালাম আজাদের উপস্থিতে রাতেই জব্দ করা মাছ মাটিচাপা দেওয়া হয়। এসময় জেলেদের কাছ থেকে শাপলাপাতা মাছ আর ধরবেনা মর্মে মুচলেখা নিয়ে ট্রলারটি ছেড়ে দেয়া হয়। - গোফরান পলাশ