News update
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     

কলাপাড়ায় যাত্রীবাহি ৩ টি বাস থেকে ২৫ মন জাটকা ইলিশ জব্দ

মৎস 2024-12-01, 11:38pm

25-maunds-of-jhatka-fish-were-rrcovered-from-three-pssenger-buses-in-kalapara-on-sunday-b3fb5f14cad8261a7fcedb38a5cc93791733074713.jpg

25 maunds of Jhatka fish were recovered from three passenger buses in Kalapara on Sunday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আর পি পরিবহন, মর্ডান পরিবহন ও সিলাইন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাটকা  পরিবহনের দায়ে তিন চালককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার রাত দশটায় শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছ জব্দ করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে রাত সাড়ে এগারোটার দিকে  এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে এসব মাছ বিতরন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়। জাটকা বিরোধী অভিযান অব্যাহত  থাকবে এবং আসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ