News update
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা, কলাপাড়ায় ৩ জেলেকে জরিমানা

মৎস 2025-10-05, 10:18pm

three-fishermen-fined-for-trying-to-net-hilsa-violating-ban-in-kalapara-on-dsunday-9c3bfbd5a695c6e836d08390239468d51759681096.jpg

Three fishermen fined for trying to net hilsa violating ban in Kalapara on Sunday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার চেষ্টার দায়ে সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) জসিম প্যাদা (৩০) নামের তিন জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ ধারায় তাদের প্রত্যেককে হাজার টাকা করে হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এর আগে শনিবার রাত একটার দিকে  বালিয়াতলী এলাকা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হাজার মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভিাগ। আটককৃত জেলেদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অভিযানের সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় কেউ নদী সাগরে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। - গোফরান পলাশ