News update
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     
  • Sirajganj’s luxuriant mustard fields bloom as an oasis of gold     |     
  • Man killed after boat hits sand-laden bulkhead on Padma River     |     

ঝিনাইদহের দুই ইউপিতেই নৌকার পরাজয়

ঝিনাইদহ প্রতিনিধি রাজনীতি 2022-06-15, 11:59pm




ঝিনাইদহ সদরের দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছে। উপজেলার ৮নং পাগলা কানাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭০১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আতাউর রহমান আতা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯০৬ ভোট।

এদিকে ১৬নং সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন আনারস প্রতীক নিয়ে ৪০৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কবির হোসেন কেবি পেয়েছেন ৩৯০৪ ভোট।

জানা যায়, সীমানা জটিলতার কারণে আদালাতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত ছিল প্রায় ১১ বছর।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমএর মাধ্যমে এই দুটি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক বলেন, দুটি ইউনিয়নে ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।