News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে মুসলিম লীগের নিন্দা

রাজনীতি 2022-09-08, 10:09pm

Adv Badruddoza Suja, president and Adv Kazi Abul Khair, secretary general of Muslim League



আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা গত ৭ সেপ্টেম্বর২০২২, বাংলাদেশ ও পাকিস্তানকে যুক্ত করে অখণ্ড ভারত গঠনে তার দেশের একটি রাজনৈতিক দলকে তৎপর হওয়ার অহ্বান জানানোয় গভীর নিন্দা, ক্ষোভ, বিস্ময় ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (০৮ সেপ্টেম্বর, ২০২২) দলীয় সভাপতি সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন তাদেরই দেশে রাষ্ট্রীয় সফরে আছেন ঠিক এরকম সময়ে সফরকারী প্রধানমন্ত্রীর দেশ সম্পর্কে এধরনের বালখিল্য সুলভ মন্তব্য করা চরম ধৃষ্টতা, চূড়ান্ত অশোভনমূলক, শিষ্টাচার লঙ্ঘন এবং দেশগুলোর স্বাধীনতাকে চরমভাবে হেয় করার শামিল। ভারতের ক্ষমতাসীন দল এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ধরে নিতে বাধ্য হবে, হিমন্ত বিশ্ব শর্মারা আগ্রাসনের মাধ্যমে যে অখণ্ড ভারতের অলীক স্বপ্ন দেখছে তা ব্যক্তিগত নয় দলগত। নেতৃবৃন্দ বলেন, মুসলিম জাতীয়তাবাদের প্রেরণা শক্তিতে যে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে সেই দেশের স্বাধীনতার সর্বশেষ রক্ষাকবচ হিসাবে মুসলিম জাতিসত্তাই আজীবন ভূমিকা রাখবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার মুসলিম জাতিসত্তার শক্তিমত্তা সম্পর্কে ধারণা নেই বলেই তিনি অর্বাচীন সুলভ মন্তব্য করেছেন। নেতৃবৃন্দ তাকে ভারত বিভক্ত করে মুসলমানদের আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার ১৯৪৭পূর্ব ইতিহাস চর্চা করে মুসলিম জাতিসত্তা সম্পর্কে সম্যক ধারণা নেয়ার পরামর্শ দিয়ে অবিলম্বে এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

অপরদিকে আজ (০৮ সেপ্টেম্বর) দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি বর্ষণ করে একজন বাংলাদেশী নাগরিক হত্যায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুসলিম লীগ নেতৃবৃন্দ। ভারত ও বাংলাদেশের দুই শীর্ষ নেতা সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ঐক্যমত্যে পৌছার ঠিক ২৪ঘন্টার ভেতর সংগঠিত এই মর্মান্তিক ঘটনা দুই শীর্ষ নেতার বৈঠকের সিদ্ধান্তকে কার্যত অর্থহীন করে দিয়েছে।

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০