News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

মিডিয়াতে আসা সন্ত্রাসের চিত্র আওয়ামী লীগ-ছাত্রলীগের : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-09-09, 3:20pm




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সন্ত্রাস করে না। সন্ত্রাসে বিশ্বাসও করে না। মিডিয়াতে সন্ত্রাসের যেসব চিত্র এসেছে, তা আওয়ামী লীগ-ছাত্রলীগের।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সদ্য সমাপ্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া দৃশ্যমান কোনো অর্জন নেই। সীমান্তে হত্যা শূন্যতে নামিয়ে আনা হবে যেদিন বলা হয়েছে, সেদিনই দিনাজপুর সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায়ও তাকে চিকিৎসা না দিয়ে আটকে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। ৩০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করায় ভোলায় আমাদের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে, নারায়ণগঞ্জে শাওনকে হত্যা করা হয়েছে। হাজার হাজার লোকের বিরুদ্ধে গায়েবি মামলা করছে। তারা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার-নির্যাতন করছে।

প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহিলা দল গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভূমিকা রেখেছে বলে মন্তব্য করে ফখরুল বলেন, তারা এখনও আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের নির্যাতন দমন-পীড়ন সহ্য করে, জেল-জুলুম সহ্য করে লড়াই অব্যাহত রেখেছে।

ওই সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।