News update
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     
  • Khulna’s ‘white gold’ shrimp eyes Tk 22,600cr export goal     |     
  • Show-cause notices on Sylhet DC, 4 others over mobile court     |     

সার্বজনীন রেশন ব্যবস্থা প্রবর্তনের দাবী মুসলিম লীগের

রাজনীতি 2022-11-20, 11:11pm

Muslim League 20 Nov Meeting Pic



অপরিকল্পিত ও অদূরদর্শী বিভিন্ন মেগা প্রকল্পে অনিয়ম ও অপচয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের পাশাপাশি কোভিড-১৯এর প্রভাব ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি দেশকে আজ ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত করছে। মড়ার উপর খাড়াঁর ঘায়ের মত এর সাথে যোগ হয়েছে, ডলার, জ্বালানী ও বিদ্যুৎ সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ক্ষয়, আমদানি ঋণপত্র বন্ধ, মুদ্রাস্ফীতি, রেমিটেন্সে নেতিবাচক প্রবাহ -প্রতিদিনই নতুন করে আরো সংকট যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও দুর্ভিক্ষ মোকাবেলায় জনগণকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। বেঁচে থাকার তাগিদে মধ্যবিত্তরাও আজ আত্মপরিচয় ভুলে নিম্নবিত্তের সাথে একই কাতারে দাড়িয়ে, টিসিবির ট্রাক থেকে স্বল্প মূল্যে পণ্য সংগ্রহের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে বাধ্য হচ্ছে। টিসিবির ট্রাকে অসহায় মানুষের দীর্ঘসারি ৭৪’এর মন্বন্তরের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এমতাবস্থায় ভয়াবহ এ সংকট মোকাবেলায় ও সুষম বণ্টন নিশ্চিত করতে সর্বসাধারণের জন্য সর্বাত্মক পর্যায়ে রেশন ব্যবস্থা প্রবর্তনের দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ।

আজ বাদ যোহর বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এম.এ সালামের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় সভাপতি এড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে পল্টনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুল হালিম, আমির হোসেন সরকার, কাজী নাজমুল হাসান সেলিম, মিয়া মোঃ আলআমিন, নূরআলম, খন্দকার জিয়াউদ্দিন, মুফতি রফিকুল ইসলাম, মামুনুর রশীদ প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক, কাজী এ.এ কাফী, অতি: মহাসচিব - ০১৮১৭০১৪৪৪০