News update
  • Journalist assaulted over report on auto-rickshaw license irregularities in RCC     |     
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     

নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-01-10, 10:57pm

resize-350x230x0x0-image-206817-1673365202-b5e496898e4b0cc4af066479ef95f69e1673369841.jpg




অবশেষে ঢাকার নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। তবে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘণ্টা গণঅবস্থান করতে পারবেন তারা।  বুধবার এ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগেই করেছে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হবে বলে জানান তিনি।

এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির এ নেতা। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

গত ৩০ ডিসেম্বর সরকার পতন ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির ঘোষণা অনুযায়ী, ১১ জানুয়ারি বেলা ১১টায় ঢাকায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।