News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি আজ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-04-01, 9:34am

aw1hz2utmje4mdmxlte2odazmtk4mjuuanbn-f0dfdf5443a7cfab86f171b4e931dce41680320093.jpeg




সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া একইদিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এছাড়া একই দিন সারাদেশে জেলা ও মহানগরে এসব অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।