News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

কলাপাড়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি 2023-04-08, 9:46pm

awami-league-flag-d0946b5f1e816b02b8f21218f4e4b20c1680968864.png

Awami League flag



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে পৌরশহরের মনোহরীপট্রিতে ‘বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য সহ দেশ বিরোধী সকল কার্যকলাপের বিরুদ্ধে’ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক  সাইদুর রহমান সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, অধ্যক্ষ শহিদুল আলম, মোঃ শফিকুল ইসলাম বাবুল, দিদার উদ্দিন আহমেদ মাসুম সহ যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। - গোফরান পলাশ