News update
  • Seafood Without Transparency is a Recipe for Disaster     |     
  • Govt Moves to Drop Over 10,000 Political Cases     |     
  • Health Workers in Conflict Zones Experience an Epidemic of Violence     |     
  • ICC Deputies Take Over Amid Prosecutor Msconduct Probe     |     
  • National leaders demand raising Bangladesh's water problem at the UN     |     

সরকার নিজ লোকদের উন্নয়ন করেছে : খন্দকার মোশাররফ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-04-10, 7:09am

resize-350x230x0x0-image-219197-1681060749-1-e8c40ecf6f00b39efbdce69f9e51a2c21681088985.jpg




সরকার নিজ লোকদের উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ কথা বলেন।

এ সরকারের আমলে গরিবরা আরও গরিব হয়েছে, ধনীরা হয়েছে ধনী উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, সরকার কথায় কথায় বলে তারা নাকি উন্নয়ন করেছে। আসলে উন্নয়ন করেছে নিজ লোকদের। প্রকৃতপক্ষে সাধারণ মানুষদের কোনো উন্নতি হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ লুটপাটকারী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেশি। কারণ, তারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে। ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারেন না।

বিএনপির এই নেতা বলেন, আজকে দেশে কথা বলার ও লেখার স্বাধীনতা নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তারা নির্যাতন করছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই এই আইনে মামলা দিচ্ছে। দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।