News update
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     

পটুয়াখালীতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে সাংবাদিক সহ আহত ১৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

রাজনীতি 2023-05-20, 11:03pm

road-march-of-bnp-in-patuakhali-intercepted-by-bcl-f346dedc42bb190d12b31f303d0a1d211684602219.jpg

Road march of BNP in Patuakhali intercepted by BCL.



পটুয়াখালী: পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে আজ শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় নেতা আবদুল আউয়াল মিন্টুর বক্তব্য চলাকালে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের নেতৃত্বে একটি শান্তি মিছিল সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এক পর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ১৫ থেকে ২০মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষে করে। এ ঘটনায় উভয় দলের অন্তত ১৫জন আহত হবার খবর পাওয়া গেছে। এসময় মাইটিভির সাংবাদিক মশিউর রহমান বাবলু ইটের আঘাতে আহত হয়। অন্য আহতদের নাম পাওয়া যায়নি।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির অভিযোগ, শান্তিপূর্ন পরিবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমাদের ১০ থেকে ২০জন কর্মীকে আহত করেছে। 

অপরদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ বলেন, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আমরা মিছিল করলে বিএনপির নেতা-কর্মীরা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।

এদিকে  সংঘর্ষের পর দুপুর সাড়ে ১২ টায় শহরের আবাসিক হোটেল হিলটনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কোন নির্বাচন হবেনা। এসময় বিএনপি'র কেন্দ্রীয়  কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। - গোফরান পলাশ