News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

আতংক থেকেই সরকারী দল রোড়মার্চে হামলা করছে - গণতন্ত্র মঞ্চ

বগুড়ায় রোড়মার্চ এর সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ

রাজনীতি 2023-06-06, 11:13pm

road-march-of-the-platform-for-democracy-at-bogura-on-tuesday-june-6-2023-a8ed4bc54f571e9f62f1012757873a291686072139.jpeg

Road March of the Platform for Democracy at Bogura on Tuesday, June 6, 2023. WhatsApp Image.



সরকারের পতন আসন্ন বলে তারা তারা বেসামাল আচরণ করছে।  অসংলগ্ন  কথাবার্তা বলছে। সরকারকে  বিদায় দিতে এখন  দেশের মানুষ প্রস্তুত। 

৬ জুন  সকালে গণতন্ত্র মঞ্চের ঢাকা  - দিনাজপুর রোড়মার্চ বগুড়ার  সেন্ট্রাল হাইস্কুলে মাঠে সমাবেশ শেষে  গাইবান্ধার গোবিন্দগঞ্জের  উদ্দেশ্যে যাত্রা করেছে।

বগুড়া  শহরে গণতন্ত্র মঞ্চের পূর্ব নির্ধারিত  দুই স্থানের কোনটাতেই  পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ায় শহরের সেন্ট্রাল হাইস্কুলে মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির বগুড়ার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সহসভাপতি বেলায়েত হোসেন বেলাল। সভা পরিচালনা করেন মনিরুজ্জামান বাচ্চু।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিনা  ভোটে আর গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দরকার এখন বন্ধুহীন হয়ে পড়েছে।তিনি বলেন, সরকারের  দিন শেষ হয়ে আসচহে। এ কারণে  সরকারের নীতিনির্ধারকেরা অসংলগ্ন আচরণ করছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ  সংসদ বিলুপ্তি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ পরিস্কার করলে দেশ এই সংকট থেকে বেরিয়ে আদতে পারে।

তিনি অনতিবিলম্বে রোড়মার্চের বহরে হামলাকারী সরকারী দলের  সন্ত্রাসীদের গ্রেফতার  ও বিচার দাবি করেছেন।

জোনায়েদ সাকি বলেন,, এই সরকার উন্নয়নের কথা বলে ভোটের অধিকার কেড়ে নেয়।বিদ্যুৎ  ছাডা উন্নয়ন করতে চায়।তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে দেশ আর জনগণ কোনভাবেই আর নিরাপদ নয়। ত্তিনি বলেন,দেশকে আরও সর্বনাশের নিয়ে যাওয়ার আগেই এই সরকারকে বিদায় দিতে হবে। তিনি বলেন,  গনআন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এবার আমরা পদত্যাগে বাধ্য করব। গনতন্ত্র মঞ্চের এই রোড়মার্চ  আর একটি  অভ্যুত্থানের রাস্তা তৈরী করছে।

শেষ রফিকুল ইসলাম বাবলু মজলুম জননেতা মওলানা ভাসানীর শিক্ষায় অনুপ্রানিত হয়ে বর্তমান জালেমশাহীকে বিদায় দিতে হব্র। তিনি এই ফ্যাসিবাদী দুঃশাসকে বিদায় দিতে জনগনের সংগ্রামী ঐক্য গডে তোলার আহবান জানান।

এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, সরকার বদলের পাশাপাশি গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার করতে হবে।তা না হলে জনগণের অধিকার অর্জন করা যাবে না।

রোড় মার্চ গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে দিনাজপুর যাবে। -  প্রেস বিজ্ঞপ্তি