News update
  • Israel, Gaza Celebrate Ceasefire; Hostages May Go Free     |     
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     
  • July Charter final recommendations Oct 15: Consensus Com     |     
  • UN to cut 25% of its global peacekeeping force for US funding strains     |     
  • Thakurgaon farmers happy as canal revives farmlands     |     

আরপিও সংশোধন নির্বাচন কমিশনকে আরও ঠুটোঁ জগন্নাথে পরিনত করেছে

নীলনকশা বাস্তবায়ন করতেই নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাহীন করা হল

রাজনীতি 2023-07-07, 12:35am

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411688668549.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহষ্পতিবার এক বিবৃতিতে বলেছেন, জাতীয় সংসদে  গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর বিল পাশ করে নির্বাচন কমিশনকে  আরও ঠুটো জগন্নাথে পরিনত করা হোল।এই সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও সংকুচিত হোল। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে এবং জাতীয় নির্বাচনে সরকারি দলের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই সংশোধনী আনা হয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, এমনিতেই বর্তমান নির্বাচন কমিশনের কোন গ্রহণযোগ্যতা নেই; নির্বাচন কমিশনের ভূমিকা নানা দিক থেকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ, গোটা নির্বাচনী ব্যবস্থাই যেখানে ভেংগে দেয়া হয়েছে সেখানে নির্বাচন কমিশনের অবশিষ্ট  ক্ষমতা কেড়ে নেবার এই তৎপরতা নির্বাচন কেন্দ্র করে  সরকারি দলের স্বেচ্ছাচারীতা, আধিপত্য ও কর্তৃত্ব  আরও বাড়িয়ে তুলবে।তদুপরি ক্ষমতাসীন সরকার যখন আর আর একটি সাজানো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে তখন ভোট বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানো যে পুরোপুরি দুরভিসন্ধিমূলক তা অত্যন্ত স্পষ্ট। 

তিনি বলেন,  নির্বাচন কমিশন যেভাবে  উপযাচিত ভাবে নিজেদের ক্ষমতা কমানোর সংশোধনী হাজির করে সরকারী দলের ভোট কারচুপির রাস্তা প্রশস্ত করে দিয়েছে তা বিস্ময়কর ও আপত্তিকর। কারচুপি, জ্বালিয়াতি ও সন্ত্রাসসহ নানা কারণে একটি নির্বাচনী এলাকার সমগ্র নির্বাচন বাতিলে নির্বাচন কমিশনের যে ক্ষমতা ছিল এখন তা না থাকায় নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের নয়ছয় করার সুযোগ আরও বৃদ্ধি পেল।

তিনি বলেন,আরপিও'র এই সংশোধনী সংবিধানের ১২৬ অনুচ্ছেদের মূল  ধারণারও পরিপন্থী। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নানা দিক থেকে ঝুঁকিপূর্ণ। 

আরপিও'র এই সংশোধনী এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এসব কারণে এই সংশোধনী কোনভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি অনতিবিলম্বে এই সংশোধনী প্রত্যাহার করে নেবার আহবান  জানান। - প্রেস বিজ্ঞপ্তি