News update
  • WHO Calls for Immediate Rollout of HIV Prevention Jab     |     
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     

একদফা ইস্যুতে বিএনপির লিয়াঁজো কমিটির সাথে লেবার পার্টির বৈঠক

রাজনীতি 2023-07-10, 11:45pm

bangladesh-labour-party-at-a-meeting-with-the-bnp-liaison-committee-on-monday-over-one-point-movement-2cd06b086b60b4ea59ff1db396a43bc01689011143.jpg

Bangladesh labour party leaders at a meeting with the BNP Liaison Committee members on Monday over one-point movement.



১০ জুলাই সোমবার রাত ৮টায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির লিয়াঁজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডা: ইরান বলেন, আগামী ১২ জুলাই বুধবার একদফা আন্দোরনের ঘোষনা দেবে লেবার পার্টি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। কেননা আন্দোলন সংগ্রামের উত্তাল তরঙ্গ ছাড়া জনগনের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। একদফার আন্দোলনে শামিল হতে জনগন অপেক্ষা করছে। সুপরিকল্পিত ভাবে কর্মসুচী গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে রাজপথেই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।

তিনি সকল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে অংশ নেওয়ার আহবান জানিয়ে বলেন, জনশক্তির বিস্ফোরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অহিংস আন্দোলন বিজয় লাভ করবে। - প্রেস বিজ্ঞপ্তী