News update
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসবে সেপ্টেম্বরে

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2023-07-11, 9:22am

resize-350x230x0x0-image-231083-1689030741-813193f1eed32f53bf2a18c23beae6111689045774.jpg




রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসবে আগামী সেপ্টেম্বরে। পারমাণবিক কেন্দ্রটির জন্য ৫০ টন জ্বালানি পাঠাবে রাশিয়া। জ্বালানির এ চালান সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসবে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম।

সোমবার (১০ জুলাই) বিজ্ঞান ও প্রযুক্তি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র জানায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাশিয়া থেকে ৫০ টন পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আনার বিষয়ে কথা চলছে। চালানটি সুষ্ঠুভাবে পরিবহনের জন্য একটি কারিগরি দল ইতোমধ্যে বৈঠক করেছে। জ্বালানি সমুদ্রপথে নিয়ে আসার পর সেখান থেকে কীভাবে রূপপুরে নিয়ে যাওয়া হবে, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে।

আর একটি সূত্র জানায়, বাংলাদেশে পারমাণবিক জ্বলানির চালানটি আসার পর সড়কপথে বন্ধের দিন, বিশেষ করে শুক্রবার পরিবহন করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জ্বালানি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী এবং পুলিশি নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলো আরও জানায়, বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য পারমাণবিক জ্বলানি কেন্দ্রের অভ্যন্তরে নির্ধারিত স্থানে সিল করা হবে। পরবর্তীতে একবছর সময়ের মধ্যে জ্বালানি ব্যবহার করা যাবে।

এদিকে, আগামী ৩০ জুলাই দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বাংলাদেশ সফরকালে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি বাংলাদেশের আসার বিষয়ে, রোসাটমের মহাপরিচালক সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

ধারণা করা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্র চালুর আগেই বাংলাদেশে জ্বালানি এলে তা সংরক্ষণ, নিরাপদ পরিবহনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইবেন এবং করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন লিখাচেভ। তথ্য সূত্র আরটিভি নিউজ।