বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এ কারণে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বিএনপি নেতারা প্রতিদিনই বলছেন, অক্টোবরে আমরা থাকব না। আমি বলব আমরা এই অক্টোবরেও থাকব, আগামী অক্টোবরেও থাকব।
নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট কি বড় হবে, তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। এটা তার এখতিয়ার। তিনি ইচ্ছে করলে মন্ত্রিসভার আকার ছোটও করতে পারেন। এখানে আমাদের কারও কিছু করার নেই।
কাদের বলেন, সরকারের কার্যক্রম হবে রুটিন ওয়ার্ক, আমাদের দেশে তা নতুন কিছু নয়। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ইনকামবেন্ট সরকার রুটিন ওয়ার্ক করবে। আমরাও এই নিয়ম মেনে চলব।
তিনি বলেন, আমাদের নিজেদের একটা নিয়ম আছে। আমরা আমাদের নিয়মে চলব। ইলেকশনে যারা বাধা দেয়, তাদের যা খুশি তাই করুন। ওই হুমকি আমাদের দেখিয়ে লাভ নেই। কারণ, আমরা ইলেকশন করার জন্যই এসব করছি। সামনের নির্বাচনটা ফেয়ার, ফ্রি এবং অবাধ করাই আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এটাই হল আমাদের আপাতত লক্ষ্য। এর বাইরে কোনো চিন্তা আমরা এই মুহূর্তে করছি না।
তিনি আরও বলেন, আমাদের পরিষ্কার কথা, সংবিধান অনুযায়ী নির্বাচন করব। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও এর ব্যতিক্রম কিছু হবে না। কে এলো, কে এলো না, তা আমাদের বিষয় নয়। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন আমরা চাপিয়ে দিচ্ছি না। তথ্য সূত্র আরটিভি নিউজ।