News update
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     

সর্বাত্মক হরতাল সরকার ও সরকারি দলের প্রতি চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ

হরতাল সরকার ও সরকারি দলের প্রতি মানুষের পুঞ্জীভূত ক্ষোভের প্রমাণ - সাইফুল হক

রাজনীতি 2023-10-30, 12:06am

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411698602791.jpg

Saiful Huq GS Biplabi Workers Party



নিপীড়নের পথ বেছে নিয়ে সরকার নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে শান্তিপূর্ণ পথ বাস্তবে বন্ধ করে দিল।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে  আজ দেশব্যাপী বিরোধী দলসমূহ আহুত হরতাল সর্বাত্মকভাবে সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন এই হরতাল সরকার ও সরকারি দলের প্রতি দেশের মানুষের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ। তিনি বলেন সরকার ও সরকারি দলের পরিকল্পিত সহিংসতা,  শতশত নেতা কর্মী আহত করা,  বিরোধী নেতা কর্মীদের গণগ্রেফতারসহ  ভীতি ও আতংক সৃষ্টির  পাঁয়তারার মধ্যে এই হরতাল সরকার ও সরকারি দলের দখলদারিত্ব  ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের পুঞ্জিভূত ক্ষোভেরও প্রমান।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল থেকে সংঘটিত ঘটনাবলীর মধ্য দিয়ে সরকার নির্বাচনকেন্দ্রীক সংকট সমাধানের

শান্তিপূর্ণ পথ বাস্তবে বন্ধ করে দিয়েছে; দেশকে তারা  সংঘাতের পথেই ঠেলে দিল।

তিনি বলেন, বিরোধী দলসমূহের ন্যায্য ও যৌক্তিক আন্দোলন দমনের অজুহাত সৃষ্টির জন্যই  পরিকল্পিতভাবে গতকাল বহুমুখী সন্ত্রাস ও উসকানির ঘটনা ঘটানো হয়েছে,  অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত করা হয়েছে। 

সরকার ও সরকারি দলকেই এর দায়িত্ব বহন করতে হবে।সরকারি দলের নেতারা বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচি কেন্দ্র করে তাদের দলের নেতা কর্মীদেরকে যেভাবে সংঘাতের উসকানি দিয়েছে গতকাল তাও ধরা পড়ে। তাদের কথিত শান্তি সমাবেশে তাদের আনন্দ উচ্ছ্বাস থেকেও তা বোঝা গেছে।

বিবৃতিতে তিনি বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন  নিপীড়নের এই পথে সরকার শেষ রক্ষা করতে পারবেনা। তিনি অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করেন। 

একইসাথে তিনি সরকারের পদত্যাগ না করা পর্যন্ত  ঐক্যবদ্ধ গণআন্দোলন  এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি