News update
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     

রিজভীর নেতৃত্বে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-31, 11:48am

image-245925-1698729530-51b4e154644d8c687eb6ceba6d146caf1698731284.jpg




তিনদিনের অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সড়ক আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালান বিক্ষোভকারীরা। এসময় বিএনপির নেতাকর্মীদের সরকারবিরোধী নানান স্লোগান দিতে শোনা যায়।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করেছে। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধেই মামলার খড়গ নেমে এসেছে। নজিরবিহীন অত্যাচার, নির্যাতন ও খুনের শিকার হয়েও বিএনপি সহিংসতার পথ বেছে নেয়নি। নেতাকর্মীরাও শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন।

এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, সহ অর্থনীতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, সকালে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়কের দুইপাশে প্রতিবন্ধকতা তৈরি করেছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা পালিয়ে যায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।