News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

খুরুইল গুটিয়াকান্দির পীর সাহেবের ইন্তেকালে মুসলিম লীগের শোক

রাজনীতি 2023-11-02, 12:49am

mawlana-salimullah-pir-saheb-of-kutikandi-under-muradnagar-upazila-of-cumilla-is-dead-13ce0522af39b7c01db578c913e5c3be1698864582.jpg

Mawlana Salimullah Pir Saheb of Kutikandi under Muradnagar Upazila of Cumilla is dead.



কুমিল্লার মুরাদনগরস্থ খুরুইল গুটিয়াকান্দি দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ সলিমুল্লাহ (৬৫) আজ (০১ নভেম্বর, ২০২৩) বেলা ১২টায় স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। আগামী কাল (০২

নভেম্বর) বাদ যোহর নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে তাকে খুরুইল গুটিয়াকান্দি দরবার শরীফের পাশে দাফন করা হবে। 

তিনি স্ত্রী, ৭ছেলে ও ৩মেয়ে রেখে গেছেন। তিনি একাধিক বার কুমিল্লা মুরাদনগর থেকে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। মুসলিম লীগের একজন নিবেদিত প্রাণ সদস্য মরহুম মাওলানা শাহ সলিমুল্লাহ পীর সাহেবের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। - প্রেস বিজ্ঞপ্তি