News update
  • BD fisherman killed in firing from Myanmar; 2 injured     |     
  • Live updates on ME from the Security Council and across UN     |     
  • ‘No end to hell’ in northern Gaza, warns UN aid agency chief     |     
  • Dhaka’s air quality turns ‘unhealthy’ Thursday morning     |     

হরতাল শেষে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-20, 5:05pm

resize-350x230x0x0-image-248690-1700474323-568aa031f6185371ce4676b7e118f4961700478327.jpg




ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শেষ হওয়ার পথে। হরতাল শেষে ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে যাচ্ছে।

সোমবার (২০ নভেম্বর) বিএনপি ও শরিক দলগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ষষ্ঠ দফায় আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। চলমান হরতাল শেষে মঙ্গলবার (২১ নভেম্বর) একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর সকাল ৬ টা থেকে ২৪ নভেম্বর সকাল ৬ পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবরোধ কর্মসূচি আসতে পারে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সবশেষ পঞ্চম দফায় রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।