News update
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     

তৃণমূল বিএনপির মনোনয়ন পেলেন যারা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-11-29, 10:24pm

resize-350x230x0x0-image-249867-1701258400-f07266ad078e13586b8ee850940f3a371701275062.jpg




আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে বেশকিছু আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি। যারা সমাজের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

তৃণমূল বিএনপির প্রার্থীদের তালিকা -

টাঙ্গাইল-১ জাকির হোসেন

টাঙ্গাইল-২ মাহাবুবুর রহমান খান

টাঙ্গাইল-৩ ইউজিন নক্রেক

টাঙ্গাইল-৪ শহিদুল ইসলাম

টাঙ্গাইল-৬ আব্দুর রাজ্জাক শাহজাদা

টাঙ্গাইল-৭ আব্দুর রহিম মিয়া

টাঙ্গাইল-৮ পারুল

কিশোরগঞ্জ-২ আহসানুল্লাহ

কিশোরগঞ্জ-৫ সোহরাব হোসেন

মানিকগঞ্জ-১ ইঞ্জিনিয়ার শেখ শাহিন রহমান

মানিকগঞ্জ-২ মো. জসিম উদ্দীন

মানিকগঞ্জ-৩ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ

মুন্সিগঞ্জ-১ অ্যাড. অন্তরা সেলিমা হুদা

মুন্সিগঞ্জ-২ জাহানুর রহমান সওদাগর

মুন্সিগঞ্জ-৩ আসওয়াত ইসলাম

ঢাকা-১ মফিদ খান

ঢাকা-২ সালাম মাহমুদ

ঢাকা-৩ মো. ইমান আলী ইমন

ঢাকা-৪ ড. খন্দকার এমদাদুল হক/ মো. রফিকুল ইসলাম

ঢাকা-৫ আব্দুল হামিদ হৃদয়

ঢাকা-৬ এসএম আনোয়ার হোসেন অপু/ কাজী সিরাজুল ইসলাম/ মো. জহিরুল ইসলাম

ঢাকা-৭ সৈয়দা নুরুন নাহার

ঢাকা-৮ এমএ ইউসূফ / আশরাফ আলী হাওলাদার

ঢাকা-৯ রুবিনা আক্তার রুবি/ কামাল হোসেন

ঢাকা-১০ শাহানুর রহমান

ঢাকা-১১ শেখ মোস্তাফিজুর রহমান

ঢাকা-১২ নাঈম হাসান

ঢাকা-১৩ এসএম আশরাফ

ঢাকা-১৪ নাজমুল ইসলাম

ঢাকা-১৫ অধ্যাপক এনায়েতুল ইসলাম

ঢাকা-১৬ এনায়েতুর আব্দুর রহিম

ঢাকা-১৭ শফিকুল বাশার

ঢাকা-১৮ ড. সিরাজুল ইসলাম/ মো. মফিজুর রহমান

ঢাকা-১৯ মাহবুবুল আলম

ঢাকা-২০ অধ্যক্ষ আব্দুল হাবিবগাজীপুর-১ চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিকী/ আব্দুল জাব্বার সরদার

নারায়ণগঞ্জ-১ তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ-২ কে এম আবু হানিফ হৃদয়

নারায়ণগঞ্জ-৩ মো. চান মিয়া/ আফরোজা বেগম হ্যাপি

নারায়ণগঞ্জ-৪ অ্যাড. আলী হোসেন

নারায়ণগঞ্জ-৫ অ্যাড. আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার তিনদিন পর তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান। এরপর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। পরে গত ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়েই চেয়ারপারসন নির্বাচিত হন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।