News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

সর্বমোট ৬০টি রাজনৈতিক দল "নির্বাচন- ২০২৪" প্রত্যাক্ষান করেছে

রাজনীতি 2023-12-02, 1:18am

vote-casting-b140705661f51852e43153967dec5bed1701458287.jpeg

Vote casting. Photo collected.



সর্বমোট ৬০টি রাজনৈতিক দল "নির্বাচন- ২০২৪" প্রত্যাক্ষান করেছে

"যুকপৎ - ৩৯"

১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

 "গণতন্ত্র মঞ্চ”

২. জা্তীয় সমাজতান্ত্রি দল জেএসডি)

৩. নাগরিক ঐক্য

৪. বিপ্লবী ওইয়ার্কার্স পার্টি

৫. ভাসানী অনসুারী পরিষদ

৬. রাষ্ট্র সংস্কার আন্দোলন

৭. গণসংহতি আন্দোলন

 "১২ দলীয় ĺজাট"

৮. জাতীয় পার্টি ( কাজী জাফর) 

৯. বাংলাদেশ এলডিপি

(শাহাদাত ĺহাসেন ĺসলিম)

১০. জাতীইয় গণতান্ত্রিক পার্টি - (জাগপা রাশেদ Ƶধান) 

১১. জমিয়তে উলামাইয়ে ইসলাম বাংলাদেশ 

১২. বাংলাদেশ লেবার পার্টি ( ফারুক রহমান)

১৩. ইসলামিক ঐক্যজোট

১৪. ন্যাপ ভাসানী

১৫. ইসলামিক পার্টি

১৬. বাংলাদেশ জাতীয় দল 

"জাতীয়তাবাদী সমমনা জোট"

১৭. ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)

১৮. জাতীইয় গণতান্ত্রিক পার্টি (জাগপা খন্দকার লুৎফর রহমান) 

১৯. বিকল্পধারা বাংলাদেশ

২০. গণদল

২১. ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)

২২. বাংলাদেশ ন্যাপ 

২৩. বাংলাদেশ সাম্যবাদী 

২৪. ডেমোক্রেটিক লীগ

২৫. বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

২৬. বাংলাদেশ মসুলিম লীগ

২৭.পিপলস পার্টি

 "গণতান্ত্রিক বাম ঐক্য"

২৮সোশাল ডেমোক্রেটিক পার্টি

২৯. বাংলাদেশের সাম্যবাদী দল ( এম এল)।

৩০. সমাজতান্ত্রিক মজদুর পার্টি

৩১. প্রগতিশীল গনতান্ত্রিক দল ( পগদ) 

৩২. গণফোরাম

৩৩. পিপলস পার্টি

৩৪. লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

৩৫. গণ অধিকার পরিষদ

৩৬. জাতীšতাবাদী গণতান্ত্রি আন্দোলন (এনডিএম)

৩৭. বাংলাদেশ লেবার পার্টি

৩৮. আমার বাংলাদেশ (এবি) পার্টি

৩৯. গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া ও ফারকু হাসান) 

১. ইসলামি আন্দোলন বাংলাদেশ

২. বাংলাদেশ খিলাফত

৩. মজলিশ জমিয়তে উলামায়ে

৪. ইসলাম মসুলিম লীগ

৫. জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ

৬. জামায়াতে ইসলামী

"বাম গণতান্ত্রিক ĺজাট"

১. বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি), 

২. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), 

৩. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী), 

৪. বাংলাদেশের কমিউনিষ্ট লীগ, 

৫. গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, 

৬. বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন

"ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা" 

১. বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন

২. নয়া গণতান্ত্রিক গণমোর্চা

৩. গণমুক্তি ĺফারাম

৪. জাতীয় গণতান্ত্রিক "গণমঞ্চ

১. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহববু)

২. জাতয় মুক্তি কাউন্সিল

৩. জাতীয় গণƶȥ

৪. বাংলাদেশ জাসদ

১. ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ-ন্যাপ

সৌজন্যে - শায়রুল কবির খান