News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

রাজনীতি 2023-12-15, 1:06am

biplabi-workers-party-paid-tributed-to-shaheed-intellectuals-on-thursday-7ab5d2699111330a25031c265db052c81702580783.jpeg

Biplabi Workers Party paid tributed to Shaheed Intellectuals on Thursday.



ভোটের অধিকার হরন করে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর একটি গণজাগরণের পথে দেশকে মুক্তিযুদ্ধের দিশায় নিয়ে আসতে হবে।

শহীদ  বুদ্ধিজীবী দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মীরপুর শহীদ  বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ  বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েদ হোসেন, কবি জামাল সিকদার, নান্টুসহ পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, ভোটের অধিকার হরন করে এক চরম কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করে এই সরকার মুক্তিযুদ্ধের  সাম্যভিত্তিক গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে দেশকে তারা ব্যর্থ ও অকার্যকর করে তুলছে। তিনি বলেন, স্বাধীনতার  ৫৩ বছর পার হলেও স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার তা আজও প্রতিষ্ঠিত হয়নি।  এত বছর পরে এসেও জনগণকে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য  রাজপথে লড়াই করতে হচ্ছে। তিনি বলেন,  মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কার্যত বর্তমান সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শান্তিপুর্ণ নিয়মতান্ত্রিক পথে সরকার  পরিবর্তনের কোন পথ এই সরকার খোলা রাখেনি। সে কারণে বিরোধী দল ও জনগণকে এক মরীয়া লড়াইয়ে রাজপথে নেমে আসতে হয়েছে।তিনি বলেন, এবার জানবাজি রেখে মরণপণ লড়াই করে জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবে। এবারের লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। আরএই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সন্মান জানাতে পারব।

তিনি মুক্তিযুদ্ধের মত  আর একটি গণজাগরণে সামিল হতে দেশবাসীর প্রতি আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি