News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

ভোটারদের দ্বারে দ্বারে ঢাকার প্রার্থীরা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-28, 12:23pm

img_20231228_122506-eafd21849008d012b3fa5598d7cd76a01703744753.jpg




আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনে জমে উঠছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন তারা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষাসহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নির্বাচনে অধিকাংশ আসনে নৌকার প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীরাও আওয়ামী লীগের সমর্থক। ফলে আওয়ামী লীগের নিজেদের ভোট ভাগাভাগি হচ্ছে। তাই ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা।

নিজ নিজ আসনের ভোটারদের সঙ্গে গণসংযোগ ছাড়াও নির্বাচনী সভা-সমাবেশ করছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বুধবার রাজধানীর আদাবর থানার শেখেরটেক, ঢাকা উদ্যান ও তুরাগ হাউজিং এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বুধবার ৫২ নম্বর ওয়ার্ডে জিরো পয়েন্ট, রাজাবাড়ি, পশ্চিম দোলাইরপাড়, তুলাবাগিচা, পালপাড়া, ঋষিপাড়া, সরাই, দোলাইরপাড়ে ও মীরহাজীরবাগে গণসংযোগ করেন।

ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্না ৬৬, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ করেন ও নির্বাচনী পথসভায় যোগ দেন।

অন্যদিকে ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন রাজধানীর মধ্য পাইকপাড়া মুড়ি ফ্যাক্টরির মোড়ে তার নির্বাচনী ক্যাম্পে প্রচারণা চালান।

ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান বুধবার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় যোগ দেন। বিকেলে তিনি কাজিরচর আশ্রয়ণ প্রকল্প মাঠে জনসভায় অংশ নেন। এর পর তিনি সুতারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মী-সমর্থক ও ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন।

ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে বুধবার সমাবেশের আয়োজন করে যুবলীগ।

এ ছাড়া ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাঈদ খোকনের পক্ষে কাপ্তানবাজার মোড়ে নির্বাচনী সমাবেশের আয়োজন করে তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।