News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

সাধারণ কৃষককে ১০/২০ হাজার টাকার জন্য দড়ি বেঁধে জেলে ঢোকানো হচ্ছে

ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে পারছেনা - পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-02-17, 8:53pm

peersab-17-01-1e3f348773082bc58d3f26cb546ad2c51708181586.jpeg

Pirb Shaheb of Charmonai addressing the Barisal District unit conference of Islamic Chhatra Andolan on Saturday.



পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। সরকারের ছত্রচ্ছায়ায় থাকা লোকজন একদিকে ব্যাংক লোটপাট করছে, টাকা পাঁচার করছে। সরকারের ছায়াতলের বাইরে থাকা অনেকের সম্পদেরও এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার লুটপাটের স্বার্থে রাজত্ব কায়েম করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের দমনপীড়নে ব্যবহার করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। নিত্যপণ্যের কষাঘাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। মাহে রমজানকে সামনে রেখে সিন্ডিকেটচক্র তৎপর হয়ে উঠছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেয়া হয়েছে। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে, তারা সরকারের লোক।

আজ শনিবার বিকেলে বরিশালের বান্দ রোডস্থ সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ছাত্রনেতা নূরুল বশর আজিজী। জেলা সভাপতি এইচএম আল আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আব্দুল হালিম, শেখ শামসুল আলম মিলন, অধ্যাপক মাওলানা লোকমান হোসাইন, মাওলানা কাওছারুল ইসলাম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, গাজী ওসমান গণী, মাওলানা নাছির উদ্দিন রোকন (ডাকুয়া), এইচএম সানাউল্লাহ্।

পীর সাহেব চরমোনাই বলেন, ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষককে ১০/২০ হাজার টাকার জন্য দড়ি বেঁধে জেলে ঢোকানো হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপী এবং হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তারা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। তিনি বলেন, সরকারি ছায়াতলের বাইরে যাঁরা আছেন, তাঁদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। ইসলামী আন্দোলন গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরে তিনি চলমান দেশব্যাপী দাওয়াতী পক্ষ উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালণা করেন।

এদিকে আজ সকালে রাজধানীর কেরানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের দাওয়াতী পক্ষ পালন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ্ব সুলতান আহমদ খান, হাজী শাহীন আহমদ, মাওলানা ইলিয়াস হোসাইন, হাজী শামীম খান প্রমুখ।

বার্তাপ্রেরক - আহমদ আবদুল কাইয়ূম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক - ০১৭১১৪৬২৪৩২