News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

২৪ মে জাতীয় যুব কনভেনশনঃ বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি

রাজনীতি 2024-03-05, 1:25pm

youth-image-vanguard-news-0adf5603896e42258e961ef1e84de1771709623552.jpeg

Youth image -Vanguard News



"যুবপ্রাণ জাগিয়ে তোল,গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত কর" - এই শ্লোগানে ২৪ মে ২০২৪ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে।

সোমবার শেষ হওয়ার বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় আগামী  ২৪ মে ২০২৪ ঢাকায় জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

" যুবপ্রাণ জাগিয়ে তোল, গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত কর" - এই শ্লোগানে এই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে।সারা দেশ থেকে যুব প্রতিনিধিরা দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই কনভেনশনে অংশগ্রহণ করবেন। কনভেনশনে যুব অধিকার সম্বলিত জাতীয় সনদ গৃহীত হবে এবং তার ভিত্তিতে যুব জাগরণ অভিযান পরিচালিত হবে।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় মীর রেজাউল আলমকে আহবায়ক, স্বাধীন মিয়া ও মোহাম্মদ সালাউদ্দিনকে যুগ্ম আহবায়ক এবং ফাহিম আহমেদ মিনহাজকে সদস্যসচিব নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় যুব কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

যুবনেতা মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী নেত্রী বহ্নিশিখা জামালী ও অর্থনীতিবিদ দীপক কুমার কুন্ডু। প্রতিনিধি সভায় যুব আন্দোলনের জেলা  প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

প্রতিনিধি সভায় সাইফুল হক যুব অধিকারের দাবি নিয়ে যুব জাগরণের ডাক দেন এবং বলেন, সমাজ ও রাষ্ট্রের বৈপ্লবিক গণতান্ত্রিক রুপান্তরে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।ঘুণে ধরা এই নষ্ট ব্যবস্থার খোলনলচে পাল্টাতে যুবশক্তিকে হাল ধরতে হবে।

প্রতিনিধি সভায় যুব কনভেনশন সফল করতে কয়েকটি কমিশন গঠন করা হয়।

যুব কনভেনশনে আন্তর্জাতিক যুব আন্দোলনের প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। - প্রেস বিজ্ঞপ্তি