News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

দেশের বিপন্ন অবস্থায় নারীরা আরও বেশী বিপন্ন ও ক্ষমতাহীন - সাইফুল হক

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা - ঘরে বাইরে নারী এখনও নিরাপদ নয়

রাজনীতি 2024-03-08, 11:58pm

biplabi-workers-party-discussion-meeting-on-international-womens-collegr-on-froday-8-marh-2024-fee4ae1545f4be358e51dcd5971a49351709920715.jpeg

Biplabi Workers Party discussion meeting on International Womens Collegr on Froday 8 Marh 2024.



শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দেশের রাজনৈতিক ,সামাজিক  ও অর্থনৈতিক সংকটের শেষ মাশুল গুনতে হয় নারীদেরকে। প্রাকৃতিক দূর্যোগের  পাশাপাশি মানবসৃষ্ট দূর্যোগেও  সবচেয়ে অসহায় আর নিরাপত্তাহীন থাকে নারী ও শিশুরা।

তিনি বলেন, দেশের সার্বিক বিপন্ন অবস্থা নারীদেরকেও নানাভাবে বিপন্ন করে তুলেছে।  দেশে গুম, খুন, অপহরণ, গণগ্রেফতার,  লক্ষ লক্ষ মানুষের ফেরারী জীবনের চরম  ভুক্তভোগী হতে হয় পরিবারের নারী ও শিশুদের। লক্ষ লক্ষ শিশুদেরকে পিতা বা অভিবাবক ছাড়াই  অনিশ্চিত জীবন নিয়ে বেড়ে উঠতে হয়।

তিনি বলেন, অবাধ ভোটের অধিকার না থাকায়  নারীরা আরও ক্ষমতাহীন হয়েছে; পরিবার,সমাজ ও রাষ্ট্রে নারীর গুরুত্ব ও মর্যাদা আরও কমেছে। 

আলোচনা সভায়  নারীনেত্রী বহ্নিশিখা জামালী বলেন, ঘরে বাইরে নারী এখনও নিরাপদ নয়। হত্যা, ধর্ষন, নির্যাতন নিপীড়ন এখনও অব্যাহত। সমান কাজে নারীদের সমান মজুরি নেই।স্বাধীনতার ৫৩ বছরে নারী এখনও সংবিধানে স্বীকৃত সম অধিকার অর্জন করতে পারেনি।সংসদে সংরক্ষিত আসনে এখনও নারীদের প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা নেই।

তিনি বলেন,নারীর অধিকার ও মর্যাদা বিরোধী প্রচারণা এখনও অব্যাহত রয়েছে। বলেন,বাস্তবে নারীমুক্তি ছাড়া সামাজিক মুক্তি নেই।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে " বিপন্ন দেশে বিপন্ন নারী ও মুক্তির লড়াই " শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

 সেগুনবাগিচায় বিপ্লবী  সংহতি মিলনায়তনে  নারী দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নারী নেত্রী রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, তিথি সুবর্না, বিউটি গোমেজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার পর নারী অধিকার নিয়ে কবিতা ও সংগীত পরিবেশন করেন শ্রমজীবী নারী মৈত্রীর শিল্পীরা। - প্রেস বিজ্ঞপ্তি