News update
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     

সড়ক পরিবহন আইন ঢিলা হলে নৈরাজ্য ও দূর্ঘটনা আরও বাড়বে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বিবৃতি

রাজনীতি 2024-03-14, 11:53pm

saiful-huq-gs-biplabi-workers-party-406b79aa493653d1ceae683d7b514e411710438804.jpg

Saiful Huq GS Biplabi Workers Party




বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১৪ মার্চ বৃহষ্পতিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সড়ক পরিবহন আইন  সংশোধনের সরকারি উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন আইন সংশোধন হলে সড়ক দূর্ঘটনা আরও বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নতুন যে সড়ক পরিবহন আইন পাশ করা হয়েছিল  পরিবহন মালিক  - শ্রমিকদের বাধার মুখে বাস্তবে সে আইন কার্যকরি হয়নি।ফলে পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। 

তিনি উল্লেখ করেন, পত্রিকার হিসাব অনুযায়ী সড়ক দূর্ঘনায় প্রতিমাসে সারাদেশে গড়ে তিনশোর উপরে মানুষ প্রাণ হারাচ্ছে।আর আহত হচ্ছে এর কয়েক গুণ; অসংখ্য মানুষকে পংগুত্ব বরণ করতে হচ্ছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে এখন  পরিবহন আইনের ১২টি ধারা পরিবর্তন করে শাস্তি কমানো ও জামিনে আওতা বৃদ্ধি পেলে মালিক ও  পরিবহন সংশ্লিষ্টরা  যে আরও বেপরোয়া হবে তা নিশ্চিত করে বলা যায়।

তিনি বলেন, বাস্তবে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য চলছে। এরা কেবল জনগণকে নয়, সরকারকেও জিম্মি করে ফেলেছে।এই জিম্মিদশায় পরিবহন মালিকদের চাহিদামত এখন এই আইন  সংশোধিত হয়ে ঢিলা করা হলে  সড়ক - মহাসড়কে অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক মৃত্যুর  মিছিল কেবল দীর্ঘই করবে।

বিবৃতিতে তিনি পরিবহন সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে সড়ক পরিবহন আইন সংশোধন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি