News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

মুসলিম লীগ সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমানের ইন্তেকাল

রাজনীতি 2024-05-24, 12:06am

muslim-league-vice-president-habibur-rahman-is-dead-65c3c0e0b009afa767c862a2e1e4d0db1716487613.jpg

Muslim League Vice President Habibur Rahman is dead.



বাংলাদেশ মুসলিম লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড হাবিবুর রহমান(৮২) বার্ধক্যজনিত কারণে গত ২২শে মে, ২০২৪ বিকেল চারটায় মোহাম্মদপুর নূরজাহান রোডের বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন রাত ১০টায় নামাজে জানাজা শেষে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি কৈতখালী, ভান্ডারিয়া, পিরোজপুরের মৃত ছদরউদ্দিন আকন ও মৃত ছকিনা বেগমের জ্যৈষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুর খবরে মুসলিম লীগ নেতাকর্মীরা তার নূরজাহান রোডের বাসায় ভিড় করে। জনাব এ্যাড হাবিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, এ্যাড আফতাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খান আসাদ ও মাহবুবুর রহমান ভূইয়া, কেন্দ্রীয় নেতা মাসুদ রানা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব এ্যাড হাবিবুর রহমান ছিলেন একজন বিনয়ী, সৎ, কর্মঠ, ত্যাগী ও দলের প্রতি নিবেদিত প্রাণ মানুষ। আজীবন মুসলিম জাতিসত্তা রাজনীতির ধারক ও বাহক জনাব এ্যাড হাবিবুর রহমানের নিকট মুসলিম জাতিসত্তা আদর্শ অনুসারীরা চীর কৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাকে বেহেশতে অসীন করুন, আমিন।