News update
  • Tougher rules, ban on import of high-decibel horns in the offing     |     
  • Trump, Putin End Summit Without Ukraine Ceasefire     |     
  • JFA U-14 Women's Development programme begins tomorrow     |     
  • Monsoon Rains Kill Nearly 200 Across Northern Pakistan     |     
  • Plastic Talks Stall, but Nations Remain Committed: UNEP Chief     |     

সরকার কাউকে প্রটেকশন দেয় না, অপরাধ করলে শাস্তি হবে : ওবায়দুল কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-05-24, 1:19pm

kaader-a2e8d74d6353f2f52f0f133eabd8913c1716535199.jpg




সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার কাউকে প্রটেকশন (সুরক্ষা) দেয় না। অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি। অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।’

শুক্রবার (২৪ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ বাজেয়াপ্ত এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যক্তি যত প্রভাবশালী হোক, অপরাধ করতে পারে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা? শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে। কেউ পার পাবে না। বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যে-ই থাকুক না কেন, সরকারের কাউকে প্রটেকশন দেওয়ার বিষয়ে নেই।’

‘আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে, তাদের সবাই ছাত্রলীগের’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল, তাদের সরকার প্রটেকশন দিতে যায়নি। ব্যক্তি অপরাধ করতে পারে। কথা হচ্ছে, সরকার প্রটেকশন দিচ্ছে কি না? শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও নির্মল চ্যার্টাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ।