News update
  • Passenger bus in northern India catches fire: 20 people burn to death     |     
  • Voting start in Ctg Varsity Central Students Union elections      |     
  • Death toll in Mirpur factory, chemical godown fire rises to 16     |     
  • Humanitarians Urge Donors as Global Aid Remains Severely Short     |     
  • Sami’s five-for 33 seals Afghanistan’s 200-run rout of Bangladesh     |     

আওয়ামীলীগ অফিসে সন্ত্রাসী হামলা-ভাঙচুর, আহত ০৮

প্রতিবাদে দলীয় নেতা কর্মীদের মানববন্ধন

রাজনীতি 2024-06-10, 10:46pm

human-chain-of-al-at-kalapara-protesting-attack-on-ikts-office-on-mondau-10-june-2024-60fdcede91a69258904b02d2c21d4a8f1718037989.jpg

Human chain of AL at Kalapara protesting attack on its office on Monday 10 June 2024.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ অফিসে সন্ত্রাসী হামলা-ভাঙচুর চালিয়ে ০৬ জনকে জখম করা সহ আওয়ামীলীগ নেতার বাড়ি ঘর কুপিয়ে স্ত্রী ও নাতনীকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান তালুকদার, জাকারিয়া ইসলাম কালাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবি কিরণ সুমন প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে ন্যাক্কারজনক এ ঘটনার বিচার দাবি করেন। 

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা'র উপস্থিতিতে নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান তালুকদার (৬৮), ইউনিয়ন শ্রমিক লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন (৩০), উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ (২৭), সুজন (২২), ইমরান (২৮), আওয়ামীলীগ সমর্থক জলিল চৌকিদার (৪৫) আহত হয়। ঘটনার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নজরুল (৩৫) নামের একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ নেতা রহমান তালুকদারের বাড়ীতে কুপিয়ে তছনছ করা সহ লুটপাট চালায় সন্ত্রাসীরা। এসময় বাঁধা দিতে গেলে রহমান তালুকদারের স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও নাতনি নুপুর (৩০) কে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রহমান তালুকদার বাদি হয়ে রাতেই কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। 

নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা গতকাল তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে কার্যালয় বন্ধ পান।  এতে তাকে দেখে দলীয় অফিস বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেন সে। আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের বক্তব্য, মাগরিবের নামাজের সময় অফিস বন্ধ করে নামাজ পড়তে যান। এ নিয়ে বাক বিতণ্ডার জেরে উভয়ের মধ্যে হামলা, মারামারি, ভাঙচুরের ঘটনা তিনি শুনেছেন।

এ বিষয়ে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান তালুকদার বলেন, 'আমি মাগরিবের নামাজের সময় অফিসের দরজা চাপিয়ে রেখে নামাজে যাই। হয়তো অফিসে কাউকে না দেখে অফিস বন্ধ করে দেয় অফিস পিয়ন। নামাজ শেষে ফোন পেয়ে এসে অফিস খুলতেই ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে আমি, আমার ছেলে সহ দলীয় নেতা কর্মীদের উপর হামলা হ

করে ভাইস চেয়ারম্যানের চাচাতো ভাই আলাউদ্দিন ও আল-আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। আমি আইনী প্রতিকার পেতে থানায় এলে এসময় আমার বাড়ী ঘর কুপিয়ে তছনছ করে লুটপাট চালায় তারা। এমনকি আমার স্ত্রী ও নাতনিকে আহত করে ওই সন্ত্রাসীরা।'

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, 'নীলগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার তথ্য জেনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরুল (৩৫) নামের একজন সন্ত্রাসীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করি।' 

এদিকে ঘটনার দিন রাত দেড়টার দিকে আটককৃত নজরুলকে থানা থেকে ছাড়াতে না পেরে থানার সামনের সড়কে বসে পড়ে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা ও তার ভাই আবদুল্লাহ আল ইসলাম লিটন। এসময় তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, যা ফেসবুকে ছড়িয়ে দেয় তাদের অনুসারীরা। পরে সোমবার সকালে তাদের পরিবারের সদস্য ও অনুসারীদের নিয়ে ওসির অপসারণ দাবিতে শহরে ঝাড়ু মিছিল ও স্থানীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা'র বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। - গোফরান পলাশ