News update
  • Gaza war grinds on as forcibly displaced run out of shelter     |     
  • Hezbollah fires 200 rockets into Israel after commander killed     |     
  • Ex-police official, his wife sued for amassing illegal wealth     |     
  • Awami League turns into ‘barbaric’ organisation: Rizvi     |     
  • Govt using judiciary to suppress people’s rights: Manna     |     

খালেদা জিয়ার মুক্তিই এখন মূল লক্ষ্য: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-28, 8:32pm

dkjshjeireiwo-6ff4b08e70a334a4a7f8a87acef281211719586178.jpg




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া খুব অসুস্থ। তার মুক্তিই এখন আমাদের মূল লক্ষ্য। তার মুক্তির দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন খুব প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ অস্তিত্ব সংকটে রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। সেজন্য সবাইকে আন্দোলন করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, এক মঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন করাটাও বড় বিষয়। সবাই আন্দোলন করছে। এ আন্দোলন ব্যর্থ হবে না।

বিএনপির মহাসচিব বলেন, খুব দ্রুত সবার সঙ্গে আলোচনা করে আন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।