News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

দেশ ইতিহাসের ভয়াবহ সঙ্কটকাল অতিক্রম করছে --পীর সাহেব চরমোনাই

সম্মিলিতভাবে সরকারের নৃশংসতা রুখে দিতে হবে

রাজনীতি 2024-07-18, 1:18am

pir-saheb-of-charmonai-and-ameer-of-iab-at-a-review-meeting-of-the-party-at-purana-paltan-on-wednesday-e8288e0a80c16817531047987fad706f1721243884.jpg

Pir Saheb of Charmonai and Ameer of IAB, Pir Saheb of Charmonai and Ameer of IAB at a review meeting of the Party at Purana Paltan on Wednesday.ufti Syed Rezaul Karim, at a review meeting of the Party at Purana Paltan on Wednesday.



কোটা সংষ্কারের দাবীতে আন্দোলনরত নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আগামীকাল ১৮ জুলাই বৃহস্পতিবার ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল ৩টায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে এবং শুক্রবার সারাদেশের সকল মসজিদে মসজিদে দোয়া এবং মিছিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন। সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পীর সাহেব চরমোনাইর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিযাম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন, হাফেজমাওলানা ফজলুল করীম মারূফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলহাজ আব্দুর রহমান, জিএম রুহুল আমিন,ডা. দেলোয়ার হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, যুবনেতা ইলয়াস হাসান, ছাত্রনেতা ইউসুফ মানসুর, মুনতাছির আহমদ।

ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমানে ভয়াবহ ও সঙ্কটপূর্ণ সময় বিরাজ করছে। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য চরম উস্কানীমূলক। ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীর মত দেশের নির্বাহী প্রধানের জায়গায় থেকে যে বক্তব্য দিয়েছেন তা তাঁর দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করার পরিবর্তে উল্টো উত্তেজিত করে তুলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই ছাত্রলীগ সারাদেশে লাঠিয়লের ভুমিকায় অবতীর্ণ হয়ে নিরীহ শিক্ষার্থীদের রক্তাক্ত ও খুন করে এবং ছাত্রীদের লাঞ্ছিত করে পাক হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এ হত্যাকান্ডের দায়ভার সরকার কোনভাবেই এড়াতে পারে না।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার জনগণের দেয়া ভ্যাট ট্রাক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকুরী দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এ জন্য মেধাবীদের দূরে রাখছে। তিনি আন্দোলনরত ছাত্রদের দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিতে হবে। যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাড়াতে হবে।