News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

সমাজতান্ত্রিক ফ্রন্টের অন্তর্ভূক্ত ৪ রাজনৈতিক দলের বিএনপির সাথে একাত্মতা প্রকাশ

রাজনীতি 2024-07-29, 12:27pm

loud-speaker-used-in-politics-072bb4f0e4d19ff6004f18c6b68b18451722235557.jpg

Loud speaker (used in politics). Wikimedia Commons.



২৮ জুলাই ২০২৪ রবিবার জাতীয়পত্র পত্রিকায় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়ের সাহসী ডাক “অবৈধ আলীগ সরকারের পতনের দাবীতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্য জরুরী”। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের অন্তর্ভূক্ত ৪টি রাজনৈতিক দল আলীগ সরকারের পতনের দাবীতে ক্ষমতাশীন ১৪ দলের বাহিরের সকল রাজনৈতিক শক্তি এক মঞ্চে এসে জাতীয় ঐক্য গঠনের আহ্বানের প্রতি সম্মতি জ্ঞাপন করছি। আমরা আশা করি বিএনপির মহাসচিব সকল দলের প্রতিনিধিদের ডেকে আলোচনার ভিত্তিতে সরকার পতনের কর্মসূচী নির্ধারন করবেন।

ঐক্যমত পোষনকারীঃ ১। আব্দুল গফুর মিয়া, আহ্বায়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট ও সভাপতি বাংলাদেশের স্বাধীনতা পার্টি।

২। ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশের স্বাধীনতা পার্টি ও সমন্বয়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট।

৩। মাষ্টার এম এ মান্নান, চেয়ারম্যান, নয়া গণতান্ত্রিক পার্টি (এনজিপি)।

৪। ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক, নয়া গণতান্ত্রিক পার্টি (এনজিপি)।

৫। কাজী মোস্তফা কামাল, আহ্বায়ক, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)।

৬। কাজী আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি (বাগপা)। - প্রেস বিজ্ঞপ্তি