News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

ঐক্যবদ্ধভাবে সাম্য ও সমৃদ্ধরাষ্ট্র নির্মাণে কাজ করতে হবে -পীর সাহেব চরমোনাই

সংখ্যালঘুদের নিরাপত্তা ও দেশে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ইসলামী আন্দোলন

রাজনীতি 2024-08-07, 12:32am

iab-volunteers-working-to-manage-vehicular-traffic-on-a-ciry-road-on-tuesday-9746bc3a3e687b86ae38284f7e5fbc191722969149.jpg

IAB volunteers working to manage vehicular traffic on a ciry road on Tuesday.



ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীশ পীর সাহেব চরমোনাই বলেছেন, জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈরশাসকের কবল থেকে জনগণ মুক্তি পেয়েছে। জনগণ ঐক্যবদ্ধভাবো কাজ করলে কোন জালিম সরকারই ক্ষমতায় থাকতে পারে না। যারা দাম্ভিকতায় দেশের মানুষ তটস্থ, তাদের করুণ পরিণতি সবই আল্লাহর ইচ্ছা এবং জনগণের ঐক্যবদ্ধতার ফসল। এখন অনেক সুযোগ সন্ধানীরা লুটতরাজসহ নানাবিদ অপকর্মে মেতে উঠেছে। বিভিন্ন স্থাপনাসহ সম্পদ ধ্বংসে মেতে উঠেছে। তিনি বলেন, এগুলো আমাদের দেশের সম্পদ, ব্যক্তিবিশেষের নয়। এটা বুঝতে হবে। এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, সামাজিক মর্যাদা, ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে কাজ করতে হবে। দেশ অর্থনৈতিক মহাসংকটে।

এদিকে তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় পাহারা ও সড়কের ট্রাফিকের দায়িত্ব পালন করায় ইসলামী আন্দোলন ও যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেছেন, স্বৈরাচার পতনের পর নতুন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশব্যাপী দেশের শৃঙ্খলা রক্ষা, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় গুলোর নিরাপত্তা নিশ্চিত, এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগরের পল্টন, শাহবাগ, মহাখালী, গাবতলী, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নির্দেশনার পরপরই দেশব্যাপী নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন বাসাবাড়ি নিরাপত্তায় পাহারা ও দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। দেশের শিক্ষার্থীদের কার্যক্রমের প্রশংসা করেন পাশাপাশি দেশ এবং রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ এই উদ্যোগে দেশের সকল শিক্ষার্থী এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন কাল : আগামিকাল ০৭ আগস্ট ২০২৪, বুধবার, দুপুর ১২ টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি, পুরানা পল্টন (নোয়াখালী টাওয়ার ৩য় তলা) ঢাকায় জালিম স্বৈরাচার সরকারের পতন পরবর্তী দেশের চলমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

জালিম স্বৈরাচার সরকারের পতন পরবর্তী দেশের চলমান পরিস্থিতিতে সংবাদ সম্মেলন কাল। প্রেস বিজ্ঞপ্তি